মা ইলিশের প্রজনন রক্ষায় ভোলার দৌলতখানে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৭ জনকে আটক করেছে। বুধবার রাত ৩টার সময় মেঘনার হাজিপুর চর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় একটি স্পীড-পাইডার ও মা ইলিশ জব্দ করেছে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহফুজুল হাসনাইন। মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনের ভিতরে এক জনের বয়স ১৮ এর নিচে হওয়ায় তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং বাকি ৬ জনকে তিন হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা দ্রুতগামী নৌকা ১৮ হাজার তিনশত টাকায় সর্বোচ্চ নিলাম ডাককারীকে দেওয়া হয়। পরে জব্দ করা মাছ এতিমখানায় বিতরন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, মৎস্য সম্পদ রক্ষার্থে নদীতে অভিযান পরিচালনা করা হয়।
আজকে অভিযানে আটককৃত ৭ জনের ভিতরে ৬ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি ১ জনের বয়স ১৮ এর নিচে হওয়ায় তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। নদ-নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পত্রিকা একাত্তর / নিয়াজ মাহমুদ জয়