নীলফামারীর ডোমার উপজেলার দেওনাই নদী খনন কাজের স্তুপকৃত বালু চুরি করার অপরাধে আবু তাহের নামে এক ট্রাক্টর মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪শে অক্টোবর) সকালে উপজেলার দেওনাই নদীর খনন কাজের স্তুপকৃত বালু কোনোপ্রকার ইজারা ছাড়া ট্রাক্টর দিয়ে নিয়ে যাওয়ার খবর পেয়ে অভিযান পরিচালনা করেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী।
এসময় লিজ বা ইজারা ছাড়া বালু নিয়ে যাওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাক্টর মালিক আবু তাহেরকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত ট্রাক্টর মালিক আবু তাহের ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া গ্রামের হাচেন আলীর পুত্র।
পত্রিকা একাত্তর/রিশাদ