চুয়াডাংগা জেলার আলমডাঙ্গায় গভীর রাতে সরকারি রাস্তার মূল্যবান শিশুগাছ কেটে নেয়ার সময় সংঘবদ্ধ সরকারি গাছ চোরচক্রের ৮ (আট) জনকে হাতেনাতে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় লক্ষাধিক টাকার শিশুগাছ ও ইলেকট্রিক করাতসহ গাছ কাটার সরঞ্জাম।
চুয়াডাঙ্গা আলমডাঙ্গা’র কুমারী ইউনিয়নের কুমারী- শ্যামপুর পাকা সড়কে গত ১০.০৯.২০২২তারিখ রাত ০২:৩০ ঘটিকায় সঙ্ঘবদ্ধ চোরচক্র শ্যামপুর সড়কের সবচেয়ে বড় শিশু গাছ কাটা শুরু করে। আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়ে আলমডাঙ্গার কামালপুরের আজিজুল হকের ছেলে বাপ্পী, একই গ্রামের মৃত মঞ্জুর রহমানের ছেলে ফারুক, পৌর এলাকার রাধিকাগঞ্জের মজনুর ছেলে জসিম, নওদা দূর্গাপুরের সিরাজ মালিথার ছেলে খলিল মালিথা, দুর্গাপুরের মৃত নবাই ম-লের ছেলে হানিফ, কামালপুরের মৃত জিয়ারুলের ছেলে শাফায়েত, শ্যামপুরের মৃত রেজাউলের ছেলে জিনারুল ও পৌর এলাকার থানাপাড়ার জামসেদ আলীর ছেলে শহিদুল আলম রবি গণদের হাতেনাতে গ্রেফতার করে।
এ সময় ইলেকট্রিক করাতসহ গাছ কাছ কাটার কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় লক্ষাধিক টাকার শিশুগাছ উদ্ধার করে। ঘটনার বিষয়ে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পত্রিকা একাত্তর /তারিকুর রহমান