ময়মনসিংহে মিমের "পরাণ" সিনেমা হাউজফুল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১২ জুলাই, ২০২২, ১ year আগে

ময়মনসিংহে মিমের "পরাণ" সিনেমা হাউজফুল

সময়ের প্রশংসিত নির্মাতা রায়হান রাফি পরিচালিত নতুন সিনেমা ‘পরাণ’। ত্রিকোণ প্রেমের গল্পের সিনেমাটির পুরো শুটিং হয়েছে ময়মনসিংহে। তাই সেখানকার দর্শকের মনে ছিল বাড়তি আগ্রহ। ট্রেলার প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আঁচ করা যাচ্ছিল। ‘পরাণ’-এর চিত্রায়ন এবং এর তিন অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহানকে প্রশংসায় ভাসান এই অঞ্চলের মানুষ।

তরুণ নির্মাতা রায়হান রাফি নির্মাণ করেছেন সিনেমা ‘পরাণ’। ‘পরাণ: একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত’ বলায় শুটিং শুরুর পর থেকে গুঞ্জন ছিল, বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা ও মিন্নির ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘পরাণ’!

ময়মনসিংহে ঈদের দ্বিতীয় দিনই নয়নাভিরাম জেলায় ছুটে যান ‘পরাণ’ টিম। সোমবার (১১ জুলাই) দুপুরে নগরীর পূরবী সিনেমা হলে হাজির হন নির্মাতা রায়হান রাফি, অভিনেতা শরিফুল রাজ, ইয়াশ রোহান ও নায়িকা বিদ্যা সিনহা মিম।

আর তাদের সঙ্গে সিনেমা দেখতে ৩টা বাজার আগেই হাউজফুল হয়ে যায় প্রেক্ষাগৃহ। বিকাল সাড়ে ৩টার দিকে সিনেমা দেখতে দর্শক সারিতে যান মিম-রাজরা। এসময় হলে নায়ক-নায়িকাদের কাছে পেয়ে যেমন উচ্ছ্বসিত ছিল দর্শকরা, তেমনি উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে মিম-রাজদেরও। দীর্ঘদিন পর হল এমন হাউজফুল দেখে আনন্দিত হল কর্তৃপক্ষও।

বিদ্যা সিনহা মিম বলেন, “পরাণ’ খুবই সুন্দর একটি গল্পের সিনেমা। যার পুরোটাই শুটিং হয়েছে ময়মনসিংহে। ঈদের দিন ঢাকার সিনেমা হলগুলো ঘুরে দেখেছি, সেগুলোতে প্রচুর দর্শক হয়েছে। আজ পর্যন্ত সবগুলো টিকিটই বিক্রি হয়ে গেছে।

আর আজকে ময়মনসিংহে এসে এত দর্শক দেখে আমি খুবই খুশি। হল মালিক জানালেন, তিন বছর পর এই ‘পরাণ’-এ হাউজফুল দর্শক পেয়েছেন। এভাবে কয়েকটি সিনেমা দর্শকপ্রিয়তা পেলে হলগুলো বাঁচানো যাবে। ওনার মুখ থেকে এমন কথা শুনতে পেয়ে আমাদের খুবই ভাল লাগছে। কারণ এই ছবিটার জন্য আমরা অনেক কষ্ট করেছি।

একটি সত্য ঘটনার অবলম্বনে তৈরি ‘পরাণ’ সিনেমার গল্পে দেখানো হয়েছে, ত্রিভুজ প্রেমের গল্প। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান।

লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’ সিনেমার চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news