শিক্ষক হত্যার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২ জুলাই, ২০২২, ১ year আগে

শিক্ষক হত্যার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত

সাভারে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে নৃশংসভাবে হত্যা এবং নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পড়ানোর ঘটনায় নীলফামারীতে মানববন্ধন কর্মসূচী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

শনিবার (২রা জুলাই) দুপুরে নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে নীলফামারীর শিক্ষক সমাজের আয়োজনে অনুষ্ঠিত স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন—নীলফামারী জেলা সাশিপ’র সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুধীর কুমার রায়’র সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন—শিক্ষক নেতা অধ্যক্ষ সারওয়ার মানিক, বাবু খোকা রাম রায়, গোলাম মোস্তফা ঋভু, মৃণাল কান্তি রায়, বাদল কুমার রায় প্রমুখ সহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন। আজ শিক্ষকদের হত্যা ও লাঞ্ছিত করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।”

পরে, মানববন্ধন কর্মসূচি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বরাবর নীলফামারীর জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের মাধ্যমে স্মারকলিপি প্রেরণ করেন শিক্ষক নেতারা।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news