গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়ে দিনব্যাপি উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২২, ১ year আগে

গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর উদ্যোগ নিয়ে দিনব্যাপি উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে নাটোরের গুরুদাসপুরে দিনব্যাপি উদ্বোধনী অনুষ্ঠান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১৪ জুন) বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ-নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ বিষয়ে আলোকপাত করেন বক্তারা।

গভর্নেস ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে ওই কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও মো. তমাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল। সঞ্চালনা করেন সহকারী প্রোগ্রামার মো. জহির আব্বাস।

কর্মশালায় উক্ত ১০টি বিষয়ের বাস্তবায়নের চ্যালেঞ্চ ও সম্ভাবনা সমুহের উত্তরণ সংক্রান্ত লিখিত সুপারিশ পেশ করেন জনপ্রতিনিধিসহ সরকারী বেসরকারী ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃত্ব স্থানীয়রা।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news