জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ৩ জনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
মঙ্গলবার (১৩জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার সেফা এই দন্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার বীর ভবসুর গ্রামের ইউনুস আলীর ছেলে মোঃ সোনা মিয়া (মিজান) কালিকাপুর জেলে পাড়ার সুরেন্দ্র চন্দ্র দাসের ছেলে বংক চন্দ্র দাস, ও চরভবসুর ঠোটাপাড়ার উসমান কেরানীর ছেলে ডাবলু (৪০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩জুন) দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের মাছ বাজারের সামনে থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো: শরিফুল ইসলাম সহ দেওয়ানগঞ্জ থানার পুলিশ ফোর্স।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, আমাদের নিকট পূর্ব থেকেই তথ্য ছিল গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করে এ দন্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
পত্রিকা একাত্তর/ সাকিব