ডোমারে ভ্রাম্যমাণ আদালতে সেমাই কারখানাকে জরিমানা


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ০৫/০৪/২০২৩, ৯:৪০ অপরাহ্ণ /
ডোমারে ভ্রাম্যমাণ আদালতে সেমাই কারখানাকে জরিমানা

সেমাই তৈরিতে রঙ ব্যবহার, অন্য নামে প্যাকেট ও বাজারজাত করার অপরাধে নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ আদালতে এক সেমাই কারখানাকে জরিমানা করা হয়েছে আজ।

বুধবার (৫ই এপ্রিল) বিকালে উপজেলার বোড়াগাড়ী দেওনাই ব্রিজ সংলগ্ন মটুকপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে সেমাই তৈরিতে রঙ ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে দেওনাই ব্রিজ এলাকায় সেমাই কারখানা আজাদ ফুড প্রোডাক্ট নামক প্রতিষ্ঠানে সেমাই তৈরিতে অননুমোদিত রঙ ব্যবহার ও তৃপ্তি বেকারী ডিমলা নামে সেমাই প্যাকেট ও বাজারজাত করার অপরাধে কারখানাটির মালিককে ভ্রাম্যমাণ আদালতে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ।

পত্রিকা একাত্তর/ রিশাদ