আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঙলা কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন

সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি

২১ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঙলা কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাঙলা কলেজ সাংবাদিক সমিতি (বাকসাস)।

সোমবার ( ২১ ফেব্রুয়ারি ) সকালে বাঙলা কলেজ সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক জাফর ইকবালের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকবৃন্দ।

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাফর ইকবাল বলেন, আমাদের নতুন প্রজন্ম স্মার্টনেস প্রকাশের প্রত্যয় থেকে ভিন্ন ভাষার মিশ্রণে নতুন নতুন অদ্ভূতুড়ে শব্দ ব্যবহার করছে। এসব থেকে পরিত্রাণের জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

এসময় আরো উপস্থিত ছিলেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল হক খান,সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান সজিব,নারী বিষয় সম্পাদক মুসাররাত রহমান চৈত‌ীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এদিকে শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল সাতটায় কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান, উপাধ্যক্ষ প্রফেসর মো: জাহাঙ্গীর হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মিটুল চৌধুরী, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, বিনোদন ও ক্রীড়া সম্পাদক প্রভাষক প্রসেনজিৎ গাইনসহ সকল বিভাগীয় প্রধান ও শিক্ষকরা। এরপর ক্রমান্বয়ে বাঙলা কলেজ শাখা ছাত্রলীগসহ কলেজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দরা শ্রদ্ধা জানান।

উল্লেখ্য যে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শিক্ষক পরিষদ রুমে সকাল ১১ টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগিদের হাতে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার তুলে দেন বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান।

পত্রিকা একাত্তর/মোঃ হোসাইন ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news