বিএনপির নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন


উপজেলা প্রতিনিধি, শাহজাদপুর প্রকাশের সময় : ৩০/০১/২০২৩, ২:২৩ অপরাহ্ণ /
বিএনপির নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন

৩০জানুয়ারি ( সোমবার) ২নং গাড়াদহ আওয়ামী লীগের দলীয় অফিস ভাংচুর মামলায় আসামিপক্ষ আদালতে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে শাহজাদপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃআদুল জব্বার, গাড়াদহ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃআব্দুল মতিন, সাবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম মুকুল ও গাড়াদহ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল খালেককে কারাগারে প্রেরন করে।

তাদের কারাগারে প্রেরনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাহজাদপুর উপজেলা বিএনপি এবং অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শাহজাদপুর আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম,এ মুহিত বলেন, ‘গ্রেফতার, হামলা ও মামলা দিয়ে গণতন্ত্র উদ্ধারের সৈনিকদের কেউ কোনোদিন থামিয়ে রাখতে পারেনি, বর্তমান সরকারও পারবে না।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু বলেন, গণবিচ্ছিন্ন আওয়ামী শাসকগোষ্ঠীর ভীত কেঁপে উঠেছে বলেই তারা দিকবিদিক জ্ঞান হারিয়ে বিরোধী দল দমনের পথেই হেঁটে যাচ্ছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ বলেন, জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর হয়ে বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করার মহৌৎসব চালিয়ে যাচ্ছে।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইউনুছ আলী বলেন, এভাবে অবৈধভাবে গ্রেফতার করে সরকরের পতন কেউ ঠেকাতে পারবে না। বিএনপির হাজার হাজার নেতা-কর্মীদের কঠিন আন্দোলনের মাধ্যমে পতন অবশ্যই হবে। নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করছি।

পত্রিকা একাত্তর/ ইউনুস আলী