নড়াইলে নিয়োগ প্রত্যাশী নিবন্ধিত শিক্ষকদের মানববন্ধন

নড়াইল জেলা প্রতিনিধি

১১ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নড়াইলে নিয়োগ প্রত্যাশী নিবন্ধিত শিক্ষকদের মানববন্ধন
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

নড়াইলে প্যানেল প্রত্যাশী ১-১৫ তম নিবন্ধিত শিক্ষক সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালন। আজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় নড়াইল প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন। ১-১৫ তম শিক্ষক নিবন্ধিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ না পেয়ে মানবেতর জীপন-যাপন করা প্রায় ৪০ জন শিক্ষক উপস্থিত হয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় সেখানে উপস্থিত বক্তব্যে মোঃ মতিয়ার রহমান বলেন, বেসরকারী শিক্ষকদের অভিভাবক এনটিআরসিএ' র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগ চাই। এনটিআরসিএ নিয়োগ দিয়ে নিয়োগ নিয়ে বিভিন্নভাবে তালবাহানা করছে। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিক্ষকদের প্রতি সদয় আছেন। কিন্তু এনটিআরসিএ বিভিন্নভাবে তালবাহানা করেই চলেছে। তিনি বক্তব্যে আরো বলেন, এনটিআরসিএ এর নীতিমালা অনুযায়ী সকল পরীক্ষায় আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি। তাদের নীতিমালা অনুযায়ী আমাদের নিয়োগ দিতে হবে তারই ধারাবাহিকতায় তারা তিনটা দাবি পেশ করেনঃ

(১) এক আবেদনে সকল নিবন্ধনকারী চাকরী প্রত্যশীদের প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে।

(২) সকল নিবন্ধনকারীদের স্ব-স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে।

(৩) ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।

এছাড়াও এ সময় উক্ত মানববন্ধনে একই দাবি তুলে ধরে প্রভাত কুমার সরকার, মৃদুল কুমার সরকার, মোঃ মশিয়ার রহমান, প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, নড়াইল জেলাসহ আরো কয়েকজন বক্তব্য দেন।

পত্রিকা একাত্তর/ খালিদ হোসাইন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news