নীলফামারীর ডোমার উপজেলায় টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়িকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
বুধবার (২৩শে নভেম্বর) রাত আনুমানিক দেড়টায় উপজেলার বামুনিয়া ইউনিয়নের কাচারী বাজারের ইব্রাহিমের ধানের গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এসআই আনিসুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জুয়া খেলার ৫২টি তাসের কার্ড এবং নগদ এক হাজার ৭১০ টাকা সহ ৩ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিশা এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র মানিক মিয়া (৪২), মৃত ইছামুদ্দিনের পুত্র মোতালেব হোসেন (৩৫) ও মৌজা বামুনিয়া এলাকার শফিউল ইসলামের পুত্র শহিদুল ইসলাম (৩৪)।
ডোমার থানার এসআই আনিসুর রহমান বাদী হয়ে প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ এর ৩/৪ ধারায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেন। যার মামলা নম্বর–০৯।
এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, আসামীগনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :