নিম্নচাপ, জোয়ারে প্লাবিত হচ্ছে সুন্দরবন

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

১২ আগস্ট, ২০২২, ১ year আগে

নিম্নচাপ, জোয়ারে প্লাবিত হচ্ছে সুন্দরবন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পূর্ণিমা তিথির জোয়ারে দিনে দুইবার প্লাবিত হচ্ছে সুন্দরবন ও আশেপাশের অঞ্চল। বুধবার ও বৃহস্পতিবারের জোয়ারে অন্তত ২ থেকে ৩ ফুট পানি উঠে যায় সুন্দরবনের মধ্যে। তবে অস্বাভাবিক এই জোয়ারের পানিতে কোন প্রাণির ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন,গত দুইদিন ধরে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছে। আজকে দুপুরে পানি আরও বেশি বৃদ্ধি পায়। জোয়ারের পানিতে করমজলসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তবে কোন প্রাণির ক্ষয়ক্ষতি হয়নি। মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ভারতের মধ্য প্রদেশে অবস্থান করছে। ক্রমশ দূর্বল হয়ে যাচ্ছে। তারপরও লঘুচাপটির প্রভাবে সুন্দরবন, মোংলা সমুদ্র বন্দরসহ বঙ্গোপসাগর উপকূল জুড়ে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া জোয়ারের পানিও স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news