চিকিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু, স্বজনদের খোঁজে পুলিশ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৯ মার্চ, ২০২২, ১ year আগে

চিকিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু, স্বজনদের খোঁজে পুলিশ

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের খুঁজছে ডোমার থানা পুলিশ।

শুক্রবার (১৮ই মার্চ) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ডোমার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) লুৎফর রহমান জানান, খবর পেয়ে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত এক নারীর লাশ উদ্ধার করি। স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ভর্তি রেজিস্টারে দেখা যায় গত ১৪ মার্চ সোমবার সকাল ১১টা ২০ মিনিটে লক্ষ্মী নামে এক নারীকে ভর্তি করান ডোমার ফায়ার সার্ভিস এর এটিএম গোলাম মোস্তফা। ওই নারী মহিলা ওয়ার্ডের ৪নং বেডে চিকিৎসাধীন ছিলেন এবং ঠিকানায় স্বামীর স্থানে নিজ ও কুমারপাড়া ঠাকুরগাঁও লেখা ছিলো।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা জানান, শারীরিক দুর্বলতা নিয়ে ফায়ার সার্ভিসের লোকজন স্বজনহীন লক্ষ্মী নামে এক নারীকে ভর্তি করালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ শুক্রবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বজন না থাকায় পুলিশকে খবর দেওয়া হয়েছে।

ডোমার ফায়ার সাভির্সের এটিএম গোলাম মোস্তফা জানান, স্থানীয় এক সাংবাদিকের খবরে গত ১৪ই মার্চ ডোমার কনিকা সিনেমা হলের সন্নিকটে রাস্তায় শুয়ে থাকা রোগাক্রান্ত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের রেজিস্টারের লেখা ঠিকানা অনুযায়ী পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার সদর থানায় খবর নেওয়া হয়েছে। কিন্তু সেই নামে সেখানে কাউকে পাওয়া যায়নি। যদি কোনোক্রমেই মৃত নারীর স্বজনদের পাওয়া না যায়। তাহলে বেওয়ারিশ লাশ হিসেবে সমাধি করা হবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news