দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে ওরিয়েন্টেশন

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন

২ মার্চ, ২০২২, ২ years আগে

দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে ওরিয়েন্টেশন

দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাদশ শ্রেণির ২০২১-২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আলহাজ্ব আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রভাষকেরা ।

অনুষ্ঠানের প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের কে ফুল দিয়ে বরণ করে নেন। দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল রব মিয়া সদস্য ভোলা জেলা পরিষদ ও সভাপতি চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগ, এম.এ. মাজেদ সভাপতি গভর্নিং বডি দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ, আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার চেয়ারম্যান চরমানিকা ইউনিয়ন, আলহাজ্ব রুহুল আমিন হাওলাদার চেয়ারম্যান নজরুল নগর ইউনিয়ন, আব্দুস সালাম হাওলাদার চেয়ারম্যান ১৯নং ঢালচর ইউনিয়ন, দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন, আবুল কালাম বেপারী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ১৯নং ঢালচর ইউনিয়ন, মো.শহীদ উল্যাহ প্রধান শিক্ষক চরআইচা মাধ্যমিক বিদ্যালয়, মো. নুরুল আমিন প্রধান শিক্ষক উত্তর চর আইচা মাধ্যমিক বিদ্যালয়, মাও মো. সালাউদ্দিন সুপার চরমানিকা লতিফিয়া দাখিল মাদ্রাসা, মাও মো. ফরহাদ হোসেন সুপার চরআইচা হোসাইনিয়া দাখিল মাদ্রাসা, আরো উপস্থিত ছিলেন চরমানিকা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অত্র কলেজের প্রভাষক ও নবীন-প্রবীণ ছাত্রছাত্রীরা ।

অনুষ্ঠানে বক্তারা কলেজের বিভিন্ন দিকনির্দেশনা শিক্ষার্থীদের সামনে তুলে দেন। তারা বলেন, এখানে যারা ভর্তির হয়েছে তারা নিঃসন্দেহে মেধাবী। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাস ও কিশোরগ্যাং এর মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান বক্তারা। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।

পত্রিকা একাত্তর / শামছুদ্দিন খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news