নীলফামারীর ডোমার উপজেলার পাঠানপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে একদিন ব্যাপী ৩য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০শে নভেম্বর) বাদ আছর থেকে ডোমার পৌরসভার প্রশিকা মোড় এলাকায় পাঠানপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে কেরাত, গজল, হামদ-নাত প্রতিযোগিতা শেষে পাঠানপাড়া জামে মসজিদের সম্পাদক আলহাজ্ব আজগার আলী বাবলু’র সভাপতিত্বে মাহফিল শুরু হয়।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান পেশ করেন—বাংলাভিশন ও আরটিভির ইসলামিক আলোচক এবং আল-মুমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—মুফতি আবু বক্কর সালেহী (ঢাকা)। এছাড়া স্থানীয় ওলামাগণ আলোচনা করেন।
তাফসিরুল কোরআন মাহফিলে আনছার আলী ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. ওহিদুল্লাহ’র পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। মাহফিলের উদ্বোধন করেন—নীলফামারী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মনজুর আহমেদ ডন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সহ সাধারণ মুসল্লিবৃন্দ উপস্থিত থেকে ইসলামিক আলোচনা শ্রবণ করেন।
পত্রিকা একাত্তর / রিশাদ