নীলফামারীর ডোমার উপজেলায় ছোটরাউতা জোড়পাখুরী ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে দুইদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১শে অক্টোবর) উপজেলার ছোটরাউতা জোড়পাখুরী ইসলামী যুব কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করেন—মাদারীপুর টেকের হাটের পীর সাহেব মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। এছাড়া বিশেষ মুফাসসির হিসেবে বয়ান রাখেন—ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন হোসাইনী সুফী।
এর আগে, গতকাল মাহফিলের উদ্বোধনী দিনে প্রধান মুফাসসির হিসেবে বয়ান রাখেন—বরেণ্য মুফাসসিরে কোরআন মাওলানা শাইখ জামাল উদ্দিন (ঢাকা) এবং বিশেষ মুফাসসির হিসেবে আলোচনা করেন—মাওলানা আব্দুল হান্নান নুরী (নীলফামারী)।
মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামী জীবনব্যবস্থা সহ আমল, মাসায়েল বিষয়ক বিষদ আলোচনা করেন আগত আলোচকরা। এছাড়া দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল মুসলিমকে ঐক্যবদ্ধ থেকে শান্তির ধর্ম পালনের আহ্বান জানানো হয়।
পত্রিকা একাত্তর / রিশাদ