গোমস্তাপুরে অবৈধভাবে চলছে করাতকল

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

১৫ মে, ২০২২, ১ year আগে

গোমস্তাপুরে অবৈধভাবে চলছে করাতকল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অধিকাংশ করাতকল অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বন বিভাগের অনুমোদন ছাড়াই চলছে এসব করাতকল। এসব করাতকলের কারনে উজাড় হচ্ছে বনের গাছ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, এ উপজেলায় যথাযথ পক্রিয়ায় লাইসেন্সপ্রাপ্ত করাতকলের সংখ্যা মাত্র ১৪টি। অপরদিকে লাইসেন্সবিহীন অবৈধভাবে পরিচালিত হচ্ছে ১৬টির বেশী করাতকল। লাইসেন্সধারী করাতকল মালিক আব্দুল জব্বার অভিযোগ করে বলেন, উপজেলায় বৈধভাবে (লাইসেন্সকৃত) ১৪টি করাতকল থাকলেও অবৈধ করাতকলগুলো দেদারসে চলার কারণে বৈধ কলগুলো ভালোভাবে চলছে না।

সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, উপজেলার অধিকাংশ করাতকলগুলো গড়ে উঠেছে আঞ্চলিক সড়ক ঘেঁষে। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স গ্রহন করে এ করাতকলগুলো পরিচালনা করে আসছে। সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তপক্ষরা ভিজিটে এলে তাদের ম্যানেজ করা হয় বলে একাধিক কল মালিক অকপটে তা স্বীকার করেছেন।

আরো লক্ষ করা গেছে যে, উপজেলার চৌডালা ও বাঙ্গাবাড়ি ইউনিয়নের আঞ্চলিক সড়কের পাশ ঘেঁষে কাঠগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখার ফলে প্রায় সময়ই সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। এ ব্যাপারে করাতকল কর্তৃপক্ষের যেন কোন মাথা ব্যাথা নেই।

চৌডালা ইউপি'র মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা জসিম উদ্দিন জানান, এখানকার করাতকলগুলো অনেক সময় রাস্তার উপরে কাঠ রেখে দেই। যার ফলে প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তাদের অনেকবার বলেও তারা আমাদের কথার কোন কর্ণপাত করে

না। গোমস্তাপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা সারওয়ার জাহান বলেন, অবৈধ করাতকলগুলো বন্ধের জন্য তিনবার নোটিশ দেয়া হলেও তারা কোন বন্ধের সিদ্ধান্ত গ্রহন করেনি। তাই দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বন বিভাগের কর্মকর্তা আরো জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষ আমাকে অবৈধ করাতকলগুলো বন্ধের জন্য বারবার তলব করছে। কিছুদিন আগেও আমাকে তলব করেছে। এখনো তার উত্তর দিতে পারি নাই। বিদায়ী ইউএনও মহোদয় পার্শ্ববর্তী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকায় ও এ উপজেলায় এ্যাসিল্যান্ড স্যার না থাকায় করাতকলগুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা সম্ভবপর হয়নি। তবে নতুন ইউএনও স্যারের সাথে কথা বলে করাতকলগুলো বন্ধের জন্য দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করব।

অবৈধ করাতকলগুলোর বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অবৈধ করাতলের বিষয়ে আমি জানতাম না। আপনার নিকট থেকে জানতে পারলাম। করাতকলগুলো যদি অবৈধভাবে চলে থাকে তাহলে আমি খোঁজখবর নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।

পত্রিকাএকাত্তর/ ইয়াহিয়া খান রুবেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news