শুভ জন্মদিন ফারহানা মিঠু

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৫ জুলাই, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন ফারহানা মিঠু

ছোট পর্দা ও মঞ্চে ফারহানা মিঠু একজন জনপ্রিয় অভিনেত্রী। পাশাপাশি তিনি টিভি বিজ্ঞাপনেও কাজ করে থাকেন। ফারহানা মিঠুর জন্মদিন ৫ জুলাই। তিনি নাগরিক নাট্যসম্প্রদায়ের কর্মী হিসেবে প্রথম কাজ করেন নাট্যত্রয়ী নাটকে, এরপর ছায়ানট নাটকে।

গুণী এই অভিনেত্রী একাধারে টিভির পর্দায় এবং মঞ্চ নাটকে অভিনয় করেছেন। সুন্দরী এই অভিনেত্রীকে টেলিভিশনের পর্দা জনপ্রিয় করে তুলেছে জনতার কাছে, তবুও শুধু টেলিভিশনের পর্দাকেই নয়, টেলিভিশনের মত একইভাবে কাজ করতে ভালবাসেন মঞ্চেও।

২০০৪ সালে গুণী এই অভিনেত্রী যোগ দেন নাগরিক নাট্যসম্প্রদায়-এর সাথে। এরপরে আর ফিরে তাকাননি তিনি। একে একে কাজ করেছেন নাগরিক নাট্যসম্প্রদায়ের নাটক 'নাট্যত্রয়ী'-তে। এছাড়াও একি গ্রুপের 'ছায়ানট' নাটকেও অভিনয় করেছেন তিনি। এছাড়া লন্ডনের 'তারা আর্টস থিয়েটার'-এর হয়ে কাজ করেছেন 'জুলিয়াস' ও 'সোনাটা'-তেও।

এরপরে কিছুদিনের বিরতিতে গত বছর আবার মঞ্চে উঠেছিলেন গুণী এই অভিনেত্রী। এবার কাজ করেছেন সৈয়দ শামসুল হক লিখিত ও আতাউর রহমান পরিচালিত পালাকারের বহুল জনপ্রিয় মঞ্চনাটক 'নারীগণ"-এ। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তাঁর পরিবারের নারীদের কী হয়েছিল, সেটাই এ নাটকের মূল বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে।

নাটকটিতে ফারহানা মিঠু অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র 'শরিফুন্নেসা'-তে অভিনয় করেছেন। তার চরিত্র 'শরিফুন্নেসা' নাটকে নবাব সিরাজের নানী হিসেবে অঙ্কিত হয়েছে, যিনি নাটকে যুদ্ধবিধস্ত বাংলায় নারীদের দুর্দশা তুলে ধরেন। সম্প্রতি এবছরের এপ্রিল মাসে শেষ হওয়া সৈয়দ শামসুল হক ন্যাটোৎসবেও পালাকারের নারীগণে মঞ্চে কাজ করেছেন তিনি।

শুধু মঞ্চে নয়, এই গুণী অভিনেত্রী সমানতালে কাজ করে যাচ্ছেন টেলিভিশনের পর্দাতেও। তার কাজের তালিকায় আছে জনপ্রিয় সব নাটক যেমন ডলস হাউস, পলাশের রং, চুপ! আদালত চলছে! ইত্যাদি।

জনপ্রিয় নাটক ডলস হাউস প্রায় দুই বছর যাবত ৩৮০ পর্ব প্রচারের পরে ২০০৯ সালের ২৩শে মে মাসে শেষ পর্ব প্রচার করে এটিএন বাংলার পর্দায়। এছাড়াও জি টেলিভিশনে প্রচারিত মুক্তিযুদ্ধের উপরে ধারাবাহিক নাটক 'মুক্তিযুদ্ধ স্কুল'-এও কাজ করেছেন।

চলচ্চিত্রে তার কয়েকটি উল্লেখযোগ্য কাজ হল ‘অনিল বাগচীর একদিন’, ‘ভয়ংকর সুন্দর’, ‘স্বপ্নজাল’ ও ‘পাঠশালা’। আজ এই অভিনেত্রীর জন্মদিনের পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news