মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বিজিবি। ৩৯ ব্যাটালিয়ন ময়মনসিংহের উদ্যোগে ও নকশী সীমান্ত ফাঁড়ির বিজিবি’র আয়োজনে মেডিক্যাল টিমের মাধ্যমে এসব চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধ বিতরণ করা হয়।
দিনব্যাপী মেডিক্যাল টিমের মাধ্যমে এলাকার দরিদ্র লোকজনকে স্বাস্থ্যসেবা ও তাদের মাঝে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনায় অংশ গ্রহন করেন, ময়মনসিংহ সেক্টর বিজিবি’র মেডিকেল অফিসার এসএমও মেজর ফারজানা নোমান, মেডিক্যাল সহকারী হাবিলদার আব্দুল আজিজ, মেডিক্যাল সহকারী ইলিয়াস কাঞ্চন, মিড ওয়াইফ সুফিয়া খাতুন, মেডিক্যাল সহকারী স্বজল দাস প্রমুখ। দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে প্রায় ১হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
পত্রিকা একাত্তর / আবু হেলাল
আপনার মতামত লিখুন :