নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে নিবন্ধিত অনিবন্ধিত ছাতার মতো গজিয়ে উঠা ফার্মেসীতে চলছে চিকিৎসা সেবা, এমবিবিএস ডাক্তার ও হাসপাতালের অভাবে ভুগছে চিলাহাটিবাসী। এমবিবিএস ডাক্তার ও চিকিৎসাকেন্দ্রের অভাবে প্রয়োজনীয় ওষুধ, ছোটখাটো চিকিৎসার প্রয়োজনে চিলাহাটি বাজার ও এর আশেপাশে আনুমানিক তিন বর্গকিলোমিটার জায়গা জুড়ে গড়ে উঠা ছোট বড় ফার্মেসীগুলোতেই আগে ছুটে যায় সাধারণ মানুষ।
উক্ত এলাকার মধ্যে ২ টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র, ৫টি কমিউনিটি ক্লিনিক, ২ টি ডায়াগনোষ্টিক সেন্টার, একটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে, অপরদিকে ফার্মেসী রয়েছে ৮০ টিরও বেশি, এর মধ্যে হোমিওপ্যাথি আনুমানিক ১৫ টি, আয়ুর্বেদিক ৮ টি।
মাঝে মাঝে ব্যক্তি উদ্যোগে কিংবা ফার্মেসীগুলোর উদ্যোগে এমবিবিএস ডাক্তার বসলেও শিশু, নারী-পুরুষ নির্বিশেষে এলাকাবাসীর স্বাস্থ্যসেবা প্রাপ্তির চাহিদার তুলনায় অতি নগন্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিলাহাটির দূরত্ব প্রায় ২২ কিলোমিটার ফলে জরুরি স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পেতে এই দূরত্ব অতিক্রম করে অত্র অঞ্চলের নাগরিকদের পোহাতে হয় নানা বিড়ম্বনা ও দুর্ভোগ।
কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র এবং মা ও শিশু কল্যাণকেন্দ্র থাকলেও প্রচুর চাহিদার বিপরীতে সেবার মান, জনবলের অভাব ও পর্যাপ্ত উপকরণ স্বল্পতার অভিযোগ দীর্ঘদিনের। তাই আধুনিক সুবিধাসহ একটি মানসম্মত হাসপাতালের জোর দাবী উঠেছে।
পত্রিকা একাত্তর / শাহাজাহান
আপনার মতামত লিখুন :