দূর্গাপুর মেয়রের পিএস কে অপহরণ, অপহরণকারী আটক

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

৪ আগস্ট, ২০২২, ১ year আগে

দূর্গাপুর মেয়রের পিএস কে অপহরণ, অপহরণকারী আটক

নেত্রকোনা জেলার দূর্গাপুর পৌরসভার মেয়র জনাব মোঃ আলাউদ্দিনের পরিবার’সহ পিএস অভিযোগকারী মোঃ সাগর খাঁন (২০) তার আত্মীয় স্বজন ও এলাকার লোকজন নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার যান।

মেয়র'র পিএস মোঃ সাগর খাঁন (২০) তার পরিবার ও আত্মীয় স্বজনদের নিয়ে কক্সবাজার ভ্রমণ শেষে নেত্রকোনার উদ্দেশ্যে রওয়ানা করে ফেরার পথে গত কাল ৩ রা আগস্ট বুধবার রাত আনুমানিক ১০:৩০ মিনিটের সময় “শামীম এন্টারপ্রাইজ” এসি বাস, যাহার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ব-১৫-২৭৭০ যোগে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়কস্থ তুলাতলী মোড় প্রধান সড়কের রাস্তার উপর পৌঁছিলে অজ্ঞাতনামা আসামীরা কৃত্রিম যানজট সৃষ্টি করে বাসটিকে থামিয়ে মেয়র'র পিএস সাগর খাঁনকে খোঁজ করতে থাকে।

ঐ সময় মেয়র'র পিএস সাগর খাঁন তার পরিচয় দেওয়ার সাথে সাথে তার পরণের গেঞ্জি ধরে তাকে বাস থেকে টেনে হিঁচড়ে মারধর করতে করতে গাড়ী থেকে জোরপূর্বক নামিয়ে অপহরণ করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টাকালে সাগর খাঁন এর চিৎকারে গাড়ীতে থাকা অন্যান্য যাত্রীরা এগিয়ে এসে আসামীদেরকে বাধা প্রদান করে এবং ০১ জন আসামীকে আটক করেন।

বিষয়টি বাকলিয়া থানায় অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগকারী ও বাসের অন্যান্য যাত্রীরাসহ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ পূর্বক থানায় এসে বাদীর এজাহারের প্রেক্ষিতে উপ পুলিশ কমিশনার (দক্ষিন) এর দিক-নিদের্শনা ও সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা সহ বাকলিয়ার থানার একটি চৌকস টিম চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বাদীকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে আসামীদের বাদীর সনাক্ত মতে মামলার ঘটনার সাথে জড়িত আসামী শাহীন, মিনহাজ, আরাফাত ও রবিনকে গ্রেফতার করতে সক্ষম হন।

পরবর্তীতে এই সংক্রান্ত মামলা লিপিবদ্ধ করে আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় জেল হাজতে প্রেরণ করা হয়।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news