ঈদের আগেই ঈদ আনন্দ মেলান্দহের ২৫টি পরিবারে

জেলা প্রতিনিধি | জামালপুর

জেলা প্রতিনিধি | জামালপুর

২৬ এপ্রিল, ২০২২, ১ year আগে

ঈদের আগেই ঈদ আনন্দ মেলান্দহের ২৫টি পরিবারে

জামালপুরের মেলান্দহে ২৫টি পরিবারে এবারের ঈদুল ফিতরে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। কয়েক দিন আগেও যাদের নিজের জমি-জায়গা বলতে কিছুই ছিল না, ছিল না মাথা গোঁজার ঠাঁই। কোনো রকমে অন্যের দয়ায় জীর্ণশীর্ণ কুঠিরে মাথা গুঁজতে হতো, সেই তাঁদেরই এবার ঈদ কাটবে নিজের পাকা ঘরে।

উপজেলার এমন ২৫ টি পরিবারে এবারের ঈদ তাঁদের সব প্রাপ্তিকে ছাপিয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ। পরিবারে সেই স্বপ্নের ক্ষণ গণনা শেষে মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করেছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গনভবন থেকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন। মেলান্দহে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপর জেলা প্রশাসক মোর্শেদা জামান, উপজেলা চেয়ারম্যান ইন্জিঃ কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) সিরাজুল ইসলাম এছাড়া ও এ সময় উপকারভোগীগন ও উপস্থিত ছিলেন।

দেশের প্রায় ৩৩ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারের সঙ্গে উপজেলার এসব পরিবার পেলো উপহারের ঘর। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে এসব পরিবারের হাতে তুলে দেওয়া হয় দুই শতক জমিসহ নতুন ঘর।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘উপজেলার ২৫টি ভূমিহীন পরিবারের হাতে জমির কাগজপত্র ও ঘরের চাবি হস্তান্তরের সব প্রক্রিয়া আগেই সম্পন্ন করা হয়েছিলো মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করলেন।'

পত্রিকা একাত্তর /সাকিব আল হাসান নাহিদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news