আজ ভোলায় আসছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

ভোলা জেলা প্রতিনিধি

১০ এপ্রিল, ২০২২, ১ year আগে

আজ ভোলায় আসছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

আজ (১০এপ্রিল)রবিবার সকালের দিকে ভোলায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ভাজন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়া সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি ভোলা এসেই প্রথমে জেলার শ্রেষ্ঠ খামারি, অসংখ্য কৃষি পুরস্কার প্রাপ্ত, বাপ্তা ইউনিয়নের সফল চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার ‘সবুজ বাংলা কৃষি খামার’ পরিদর্শন করবেন। এরপর মন্ত্রী ভোলা জেলা পরিষদে ভোলার কৃষকদের সাথে মতবিনিময় করবেন। বিকেলে তিনি বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

সূত্রে জানা যায়, কৃষিমন্ত্রী বিভিন্ন মাধ্যমে জানতে পারেন ভোলায় এক চেয়ারম্যান সফল খামারি। তিনি গরু, ছাগল, ধান, পিয়াজ, আদা, বরই, লিচু, আম, তরমুজ এবং মাছের সফল খামারি। তার খামারে উৎপাদিত পণ্য ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। ওই চেয়ারম্যানের খামার থেকে ভোলা জেলায় সর্বপ্রথম বাণিজ্যিকভাবে লিচু উৎপাদিত হচ্ছে। যা দেখতে অনেক সুন্দর এবং খেতেও সুস্বাদু। তিনি এ বছর তার খামার থেকে আদা, বরই এ ইশ্বর্ণীয় সাফল্য পেয়েছে। যার স্বীকৃতি স্বরুপ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে পুরস্কৃতও করেন এবং সকল ধরনের সহযোগিতাও করে যাচ্ছেন। ওই চেয়ারম্যানকে উৎসাহ যোগাতে এবং তার কর্মকান্ডকে দেশবাসীকে জানানোর জন্যই কৃষিমন্ত্রীর এ সফর।

উল্লেখ্য, ড. আব্দুর রাজ্জাক ১৯৫৫ সালের ১লা ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জালাল উদ্দিন এবং মাতার নাম রেজিয়া খুতুন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৭২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের পর তিনি যুক্তরাজ্যের অ্যাঞ্জেলিয়া বিশ্ববিদ্যালয়েও পড়ালেখা করেছেন। বাংলাদেশে ফার্মিং সিস্টেম রিসার্চ ও স্থায়ী গ্রামীণ কৃষি উন্নয়ন বিষয়ে তিনি অন্যতম একজন বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) একজন বৈজ্ঞানীক কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং ২০০১ সালে বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানীক কর্মকর্তা হিসেবে চাকুরিজীবন শেষ করেন।

ড. আব্দুর রাজ্জাক ২০০১, ২০০৮, ২০১৪, এবং ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের তৎকালীন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরবর্তীতে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৬ সাল থেকে তিনি আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি সভাপতিম-লীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য হন তিনি। আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনয়নের সিদ্ধান্ত নিয়ে থাকে সংসদীয় মনোনয়ন বোর্ড।

পত্রিকা একাত্তর/ মহিউদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news