ডোমারে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১০ মার্চ, ২০২২, ২ years আগে

ডোমারে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ই মার্চ) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার। এতে সভাপতিত্ব করেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম।

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাবেদুল ইসলাম সানবীম’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন—ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন ও নীলশতদল খেলাঘর আসরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা।

এছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সহকারী শিক্ষিকা ও নীলফামারী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আখতারুজ্জামান সুমন, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক রওশন রশীদ প্রমূখ।

‘মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ’ শীর্ষক আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে, বিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণে আয়োজিত কবিতা আবৃত্তি, সঙ্গীত ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news