রাতের আঁধারে শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

রাতের আঁধারে শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ

নীলফামারীর ডোমারে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম এর পক্ষ থেকে শতাধিক অসহায়, দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (২রা ফেব্রুয়ারী) প্রথম প্রহরে ডোমার বাসস্ট্যান্ড, বাজার, রেলস্টেশনে ছিন্নমূল মানুষ ও নৈশপ্রহরীদের মাঝে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম এর পক্ষ থেকে শীতবস্ত্র তুলে দেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মুক্তারুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ শহীদ তিতুমীর সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স।

নীলফামারী জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মুক্তারুজ্জামান বলেন, উত্তরাঞ্চলের শেষ সীমানা নীলফামারী জেলার ডোমার উপজেলা। পাশ্ববর্তী সীমান্ত ঘেঁষে হিমালয় পর্বত থাকায় গত কয়েক দিন ধরে তীব্র শীত ও ঠাণ্ডায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। গত কয়েক দিনের তীব্র শীত ও কনকনে ঠান্ডায় অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা চরম কষ্ট ও ভোগান্তির মাধ্যমে তাদের শীত নিবারণ করছেন যারা এই শীতের রাতে বাজারে পাহাড়া দেয় তাদের তো পোশাকেই নেই, যারা রাত জেগে অটো বা রিকশা চালায় তারা শীত নিবারণের জন্য কম্বল পাবে কোথায়।

সেইসব অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে আমাদের পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম, পিপিএম) মহোদয়ের পক্ষ থেকে এবং তার নির্দেশনায় এই শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news