আজ চিত্রনায়িকা বুবলীর জন্মদিন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২০/১১/২০২২, ৬:২৭ অপরাহ্ণ / ৪১
আজ চিত্রনায়িকা বুবলীর জন্মদিন

আজ ২০ নভেম্বর চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর জন্মদিন। তিনি বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করেন। ঢাকাই ছবির নায়িকা হয়ে বাজিমাত করেছেন নায়িকা বুবলী। দেশের সেরা নায়ক শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে ঈদুল আজহায় একসঙ্গে দুটি ছবি দিয়ে অভিষেক হয় তার। ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবি দুইটায় ব্যবসা সফল হয়েছিল। এরপর ‘সুপারহিরো’ ও ‘চিটাগাংইয়া পোলা নোয়াখাইল্লা মাইয়া’, ‘রংবাজ’ একে এসে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ১১টি সিনেমায় অভিনয় করেছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন চিত্রনায়িকা বুবলী। আজ ২০ নভেম্বর সেই জনপ্রিয় নায়িকা জন্মদিন। শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্তরা।

পৈত্রিক নিবাস নোয়াখালী হলেও বুবলীর জন্ম, বেড়ে ওঠা ঢাকাতেই। তাই নোয়াখালীর ভাষাটাও রপ্ত করা হয়নি তার। তবে এখন নোয়াখালীর ভাষা শিখেছেন বুবলি। অর্থনীতি বিষয়ে স্নাতক পাস করার পরে দুই বছর এলএলবি পড়েন, কিন্তু তা শেষ করেন নি বুবলী। মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়-এ এমবিএতে ভর্তি হন। এরপর কাজের ফাঁকে ফাঁকে ক্লাস করেন। চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয়। তার বড় বোন নাজনীন মিমি একজন সঙ্গীতশিল্পী এবং মেজবোন শারমিন সুইটি একটি বেসরকারী চ্যানেলের সংবাদ পাঠিকা।

২০১৬ সালে বসগিরি ছবির শুটিংয়ের সময় ও পরবর্তী বিভিন্ন সময়ে শাকিব খান ও বুবলীর প্রেম নিয়ে গুঞ্জন উঠে।২০২০ সালের জানুয়ারিতে বুবলী যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, তখন গুঞ্জন উঠে বুবলী গর্ভবতী ও সন্তান জন্মদানের জন্য বিদেশ গিয়েছেন। তাদের প্রেম-বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও দু’জনেই বিষয়টি গোপন রাখেন। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর বুবলী তার ফেসবুক পাতায় বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন, যদিও তিনি তখন গর্ভবতী ছিলেন না। সন্তানের বিষয়টি এতদিন গোপন রাখায় ও বিয়ের প্রসঙ্গে কিছু প্রকাশ না করায় তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠে। পরে ৩০ সেপ্টেম্বর শাকিব ও বুবলী উভয় তাদের ফেসবুক পাতায় সন্তানের ছবি প্রথমবারের মতো পোস্ট করেন, জানান শেহজাদ খান বীর তাদের সন্তান।

২০২২ সালের ৩ অক্টোবর বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই তিনি ও শাকিব খান বিয়ে করেন। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে তাদের পুত্র সন্তানের জন্ম হয়।

আজ এই অভিনেত্রী জন্মদিনের পত্রিকার পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ