২০০৩ সালে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে আলোচনায় আসেন আকবর। পরে ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি জনপ্রিয়তা এনে দেয় এই, শিল্পীকে। গায়ক আকবর আলী গাজী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউনা)। আজ (১৩ নভেম্বর) রোববার বিকেল ৩টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গায়কের স্ত্রী কানিজ ফাতেমা।
তিনি বলেন,মানুষটাকে ধরে রাখতে পারলাম না। অবশেষে আমাদের ছেড়ে একেবারে চলেই গেল। সবাই দোয়া করবেন ওর জন্য।
জানা গেছে, গায়ক আকবরের আত্মীয়-স্বজন আসলে তার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, অনেক দিন ধরেই রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসা চলছিল আকবরের। হাসপাতালে ভর্তি থাকাবস্থায় আকবরকে চলতি মাসের ৯ তারিখ ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :