বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলা প্রতিনিধি

২৩ জানুয়ারী, ২০২২, ২ years আগে

বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্কটল্যান্ডপ্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাড়ি থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকিনাবাজার এলাকায় প্রবাসী শিক্ষক ড. মোজাম্মেল হকের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত গৃহকর্মী টাঙ্গাইলের মধুপুরের রাধাপাল গ্রামের বাসিন্দা।

জানা যায়, বাড়ির মালিক স্কটল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে কর্মরত। তিনি কাকিনা উত্তরবাংলা কলেজের প্রতিষ্ঠাতা। তিনি স্কটল্যান্ডের গ্লাসগোভিত্তিক আন্তর্জাতিক সংগঠন চ্যারিটি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। বর্তমানে কাকিনার বাড়িতেই অবকাশ যাপন করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২০ বছর ধরে স্কটল্যান্ডের গ্লাসগো শহরের অধিবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হকের কাকিনাস্থ বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন ওই নারী। প্রতিদিনের মতো গত শনিবার রাতের কাজ শেষ করে নিজের রুমে ঘুমিয়ে পড়েন ওই গৃহকর্মী। রবিবার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে অন্য গৃহকর্মীরা জানালা ভেঙে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। স্কটল্যান্ড প্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষক ও উত্তরবাংলা কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, গতকাল রাতে আমাকে রান্না করে খাওয়ানোর পর ঘুমাতে যায় সে। পরে সকালে জানতে পারি সে উঠছে না। পরে রাবিয়া জানালা দিয়ে দেখতে পারে বেহুঁশ হয়ে পড়ে রয়েছে। দরজা ভেঙে দেখতে পাই শাহিনুর বেগম মারা গেছেন।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম রসুল বলেন, মৃত গৃহকর্মীর শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। তাই মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পত্রিকা একাত্তর/লুৎফর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news