সাত কলেজের চলমান পরিক্ষা চলবে

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৩ জানুয়ারী, ২০২২, ২ years আগে

সাত কলেজের চলমান পরিক্ষা চলবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের চলমান পরীক্ষা সমূহ চলবে। অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ কর্তৃপক্ষের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, চলমান ডিগ্রি ২য় বর্ষ, মাস্টার্স প্রথম পর্ব ও বিভিন্ন বর্ষের প্র্যাকটিক্যাল পরীক্ষা গুলো চলবে। এছাড়াও অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স ফাইনাল পরীক্ষার বিষয়ে তিনি বলেন, আশাকরছি পরিস্থিতি খারাপ না হলে পূর্বনির্ধারিত সম্ভাব্য সময় অনুযায়ী পরীক্ষাগুলো নিতে পারবো। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি।

এর আগে গতকাল (২২ জানুয়ারি) বিনা নোটিশে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সাত কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেছিল। প্রায় দেড় ঘণ্টা তারা রাস্তা অবরোধ করে রাখেন।

পত্রিকা একাত্তর/মোঃ হোসাইন ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news