ফাতেমা তুয যাহরা ঐশী হলেন একজন বাংলাদেশি গায়িকা। ঐশী রংপুর শিশু একাডেমি থেকে সঙ্গীত শিখেছেন। ২০০২ সালে, তিনি এনটিভি শো শাপলা কুড়ি অনুষ্ঠানে অংশ নেন। তিনি দ্বিতীয় রানার আপ হন। পরবর্তীতে, তিনি ইমরান মাহমুদুলের রচনায় প্রথম অ্যালবাম ঐশী এক্সপ্রেস প্রকাশ করেছিলেন, যা সফল হিট হয়ে উঠে।
২০১৫ সালে মেডিকেলে ভর্তি হন ঐশী। এবার তিনি মেডিকেল কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন এমএইচ শমরিতা হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ। সামাজিক যোগযোগ মাধ্যমে ফেসবুক এক পোস্টে জানিয়েছেন তিনি নিজেই। জানাগেছে,ফাতিমা তুয যাহরা ঐশী এই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) দায়িত্ব পালন করবেন। এমবিবিএসও পাস করেছেন এই হাসপাতাল থেকেই।
ঐশী বলেন, এমএইচ শমরিতা হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ থেকে আমি এমবিবিএস পাস করেছি। এই মেডিকেল কলেজেই আমি ইন্টার্নশিপ করেছি। আমি পড়াশোনাকালীন কার্ডিওলজি উপভোগ করতাম। তবে ব্যক্তিগত পছন্দের জায়গা আমার মেডিসিন। কাজ করতে করতেই সিদ্ধান্ত নিব ভবিষ্যতে কোন জায়গায়টায় কাজ করব।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :