আজ অভিনেত্রী নাবিলা'র জন্মদিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২, ১ year আগে

আজ অভিনেত্রী নাবিলা'র জন্মদিন

এ প্রজন্মের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী নাবিলা ইসলাম। ক্যারিয়ারের অল্প সময়ে দর্শক-নির্মাতাদের কাছে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেন। ২০১৪ সালে একটি টেলিছবির মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু।

আজ এই অভিনেত্রী জন্মদিন ১০ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহন করেন চট্টগ্রামে। পৈতৃক নিবাস সেখানেই। বাবা মনজুরুল ইসলাম ও মা নাসরিন ইসলাম। তিনবোনের মধ্যেই তিনিই বড়। বাকীরা হলেন দিয়া ও তুলতুল। অভিনয়ের বাইরে তিনি একজন ছাত্রী।

প্রথম কাজ ওয়াহিদ তারেকের পরিচালনায় টেলিছবি লিটল অ্যাঞ্জেল আই অ্যাম। কাছের বন্দুর মধ্যে রয়েছেন ঐতি, কামারন, শাম্মী ও তার বোনেরা। মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ডক্টর খাস্তগীরি গার্লস গভঃ হাই স্কুল। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে।

তিনি বর্তমানে এম বি এ করছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে। অভিনয় ছাড়া তিনি ভালো উপস্থাপনা ও আবৃত্তি করতে পারেন। তিনি বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন। প্রিয় সিনেমা আয়নাবাজি, থ্রি ইডিয়েটস, ফাস্ট এন্ড ফিউরিয়াস ও ফাইনাল ডেস্টিনেশন।

প্রিয় ব্যাক্তিত্ব বাবা-মা। প্রিয় বই হুমায়ূন আহমেদ এর সকল লেখা বই। প্রিয় খবার যে কোন ধরনের মাছ। প্রিয় রং সাদা-কালো। প্রিয় স্থান পরিবারের সঙ্গে যে কোন জায়গাতেই থাকতে ভালো লাগে। ভবিষ্যতে তিনি একজন ভালো অভিনেত্রী হতে চান।

নাবিলার উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো হলো মাসুদ সেজানের ‘খেলোয়াড়’, ইমরাউল রাফাতের ‘সিনেমাটিক’, সাগর জাহানের ‘ডি-২০’, রাজু খানের ‘মধ্যবর্তিনী’, রায়হান খানের ‘বৃহস্পতি তুঙ্গে’, গৌতম কৌরির ‘বেসিক আলী’ ও নজরুল ইসলাম রাজুর ‘ঘরে-বাইরে’। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন নাবিলা ইসলাম।

আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news