২৯ বছরে পা রাখলেন অভিনেত্রী মিয়া মিচেল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৮ আগস্ট, ২০২২, ১ year আগে

২৯ বছরে পা রাখলেন অভিনেত্রী মিয়া মিচেল

মিয়া মিচেল হলেন একজন অস্ট্রেলিয়ান অভিনেত্রী এবং গায়িকা। আজ এই অভিনেত্রী জন্মদিন ২৯ তম জন্মদিন। ১৮ আগস্ট ১৯৯৩ মিয়া মিচেলের জন্ম, অস্ট্রেলিয়ার নিউ সাথ ওয়েলস রাজ্যের লিসমোর শহরে। তার বাবা, এলেক্স, পেশায় একজন টেক্সি চালক, যদিও তার মা, জিল, শিক্ষা কার্যক্রমে কাজ করেন। মিচেলের একজন ছোট ভাই রয়েছেন, যার নাম চার্লি।তিনি গিটার বাজাতে পারেন, যেটি তার অভিনীত বিভিন্ন ছোট পর্দার নাটক এবং চলচ্চিত্র সমূহে প্রদর্শিত হয়েছে। তিনি খুব কম বয়েসেই তা বাজানো রপ্ত করেন। তিনি লিসমোর শহরে অবস্থিত ট্রিনিটি ক্যাথলিক কলেজ, লিসমোর-এ পড়াশোনা করেছেন।

মিচেল সর্বপ্রথম তার স্কুলের বিভিন্ন মঞ্চায়ন এবং স্থানীয় নাট্যকলা সমূহের মঞ্চায়নে অভিনয় করার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। যখন তিনি অস্ট্রেলিয়ান টেলিভিশন চ্যানেল নাইট নেটওয়ার্ক-এ প্রচারিত ছোট পর্দার শিশুতোষ ধারাবাহিক মোর্টিফাইড-এ ব্রিটানি ফ্লুম চরিত্রে অভিনয় করছিলেন, তখন মাত্র ১২ বছর বয়সে প্রতিভা সন্ধানকারী সংস্থার দ্বারা আবিষ্কৃত হন এবং কর্মজীবনের সাফল্য অর্জন করেন।

মোর্টিফাইড ধারাবাহিকটি দুটি সিজন এবং সর্বমোট ২৬ পর্ব সম্প্রচারের পর শেষ হয়, যে পর্ব গুলো ২০০৬ সালের ৩০শে জুন থেকে ২০০৭ সালের ১১ই এপ্রিল পযন্ত দেখানো হয়েছিল। অস্ট্রেলিয়ান ধারাবাহিক "মোর্টিফাইড"-এ অভিনয় করায় কার সাফল্য অর্জন হওয়ার কারণে, তিনি অস্ট্রেলিয়ান ছোট পর্দার ধারাবাহিক ট্রাপড-এ অভিনয় করা শুরু করেন এছাড়াও এর উত্তরসূরী, শিশুতোষ দৃশ্যকাব্যের ধারাবাহিক কেস্টাওয়ে-এ নাতাশা হ্যামিল্টন হিসেবেও অভিনয় করেন।

এছাড়াও তিনি ব্রিটিশ টেলিভিশন চ্যানেল বিবিসি ওয়ান-এ প্রচারিত কল্পবিজ্ঞান দৃশ্যকাব্যের জনপ্রিয় ধারাবাহিক "ডক্টর হু"-এর স্পিনঅফ বা এর সংযুক্ত ধারাবাহিক কে-নাইন-এ অভিনয় করেন, ধারাবাহিকটি মূলত "ডক্টর হু" ধারাবাহিকটির একটি রোবট কুকুরের চরিত্র কে-নাইন'কে নিয়ে তৈরী।

মার্কিন যুক্তরাষ্ট্রে তার অভিনীত সর্বপ্রথম ছোট পর্দার ধারাবাহিকটি হল, জনপ্রিয় মার্কিন শিশুতোষ চ্যানেল ডিজনি চ্যানেল-এ প্রচারিত হাস্যরস দৃশ্যকাব্যের ধারাবাহিক জেসি।

জনপ্রিয় মার্কিন ম্যাগাজিন এন্টারটেইনমেন্ট উইকলি-এর তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারী মাসে জনপ্রিয় ধারাবাহিক "দ্য ফোস্টার্স"-এর পরবর্তী সিরিজ না বানানোর সিদ্ধান্তের পর এর কালক্রমিক ঘটনা নিয়ে তৈরী আরেকটি ধারাবাহিকে মিয়া এবং মার্কিন অভিনেত্রী সিয়েরা রামিরেজ অভিনয় করতে যাচ্ছেন। আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news