২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল খেতাব জেতেন রাজশাহীর হাসিন রওশন জাহান। মিডিয়ায় তার যাত্রা শুরু হয় নাটকে অভিনয়ের মাধ্যমে।
পাশাপাশি বেশ কিছু পণ্যের মডেল হয়ে উঠে আসেন লাইমলাইটে। হাসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন।
দ্বিতীয়বারের মতো মা হলেন হাসিন রওশন। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে জানিয়েছেন একসময়ের জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী।
শনিবার (২২ অক্টোবর) সকাল ৯টা ৮ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
হাসিন জানান, তার দ্বিতীয় পুত্রের নাম উমায়ের মাঈন। মা হওয়ার অনুভূতি জানিয়ে হাসিন বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমার ছেলের জন্য দোয়া করবেন।
২০১৭ সালের ৩ ডিসেম্বর প্রথম সন্তানের মা হন। ছেলের নাম রাখেন উযায়ের মাঈন।
২০১২ সালের ৬ জুলাই রাজশাহী সদরের লক্ষ্মীপুরে হাসিনদের নিজ বাড়িতে মারুফুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হাসিন। হাসিনের স্বামী মারুফুল ইসলাম ব্যবসায়ী।
তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস থেকে এমবিএ করেছেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ