ঢাকাই সিনেমার অন্যতম চিত্রনায়িকা পলি। ২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে, চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন অভিনেতা মান্না। তারপর ‘জানোয়ার’, ‘কঠিন পুরুষ’সহ অনেক সিনেমা উপহার দিয়েছেন। চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ১১৩টি সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা।
আজ ২৩ অক্টোবর তার জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকে শুভেচ্ছায় ভাসছেন পলি। তার ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত ও কাছের প্রিয় মানুষরা। তার ছবি শেয়ার দিয়ে কিংবা ফুল-কেক এর ছবি দিয়েও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। সব মিলিয়ে সময়টা ভালোই কাটছে চিত্রনায়িকা পলি।
তার অভিনীত সর্বশেষ ‘এক নম্বর আসামী’ শিরোনামের চলচ্চিত্রটি ২০১২ সালে মুক্তি পায়। রাজু চৌধুরী পরিচালিত এ সিনেমায় পলির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রুবেল। খোঁজ নিতে গিয়ে জানা গেল, এ নায়িকা বর্তমানে ব্যস্ত ব্যবসা নিয়ে।
পলি বলেন, বর্তমানে স্বামী-সন্তানের সঙ্গে গুলশানে থাকছি। এগ্রো বিজনেস করছি। পোল্ট্রি ফিডের একটা কোম্পানি আছে আমাদের। ওই কোম্পানির ডিরেক্টর আমি। পাশাপাশি একটা বুটিক হাউজও পরিচালনা করছি।
উল্লেখ্য, পলি তার সমসাময়িক প্রায় জনপ্রিয় সব নায়কের বিপরীতে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন চিত্রনায়ক মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো ও মেহেদী। আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ