বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শার্লিন চোপড়া।পরিচালক সাজিদ খানের এর বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ দায়ের করলেন শার্লিন চোপড়া এর আগেই ‘হ্যাশট্যাগ মি টু’-তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সাজিদ খান। সেসময়ও সাজিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানিয়েছিলেন শার্লিন।
বুধবার মুম্বইয়ের একটি থানায় হাজির হন শার্লিন চোপড়া। সেখানেই সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শার্লিন। অভিনেত্রী বলেন, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। তা সত্ত্বেও একাধিক মহিলার যৌন হেনস্থায় অভিযুক্ত সাজিদ খানকে বসের ঘর থেকে সরানো হচ্ছে না। যতদিন না পর্যন্ত বলিউডের এই পরিচালককে রিয়ালিটি শো থেকে সরানো হচ্ছে, ততদিন বিগ বসের সম্প্রচার বন্ধ করা হোক বলে জোরগলায় দাবি জানান শার্লিন চোপড়া।
শার্লিন দাবি করেছেন, সাজিদ খান নিজের শরীরের গোপন অঙ্গ তাঁকে দেখিয়ে সেগুলিকে রেটিং দিতে বলেন। বলেন সেগুলি দেখে তারপর সেগুলিকে রেট করতে হবে। ০ থেকে ১০-এর মধ্যে রেট করতে হবে শার্লিনকে।
শার্লিনের এই দাবির পর কার্যত ঝড় উঠেছে। শার্লিনের দাবি, এমন একজন মানুষকে কীভাবে বিগ বসের ঘরে জায়গা দেওয়া হল? বিষয়টি নিয়ে সলমন খানকে ভেবে দেখার অনুরোধও করেছেন তিনি।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ