patrika71
ঢাকাশনিবার - ২২ অক্টোবর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

দেশের ১৯ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে “বসন্ত বিকেল”

বিনোদন ডেস্ক
অক্টোবর ২২, ২০২২ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার (২১ অক্টোবর) সারা দেশব্যাপী ১৯টি হলে মুক্তি পেয়েছে “বসন্ত বিকেল”। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও শাহ হুমায়রা সুবাহ।

পাবনা শহরে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই হিন্দু যুবক ও যুবতীর প্রেমের পরিণতির গল্প নিয়ে নির্মাণ হচ্ছে ‘বসন্ত বিকেল’। এটি রফিক শিকদার পরিচালিত তৃতীয় সিনেমা।

সারাদেশব্যপী ১৯ টি প্রেক্ষাগৃহে “বসন্ত বিকেল” মুক্তি পেয়েছে। নিচে হল লিস্ট দেখে নেয়া যাক- হলগুলো হলো হচ্ছে, শ্যামলী সিনেমা (ঢাকা), লায়ন সিনেমা (কেরানীগঞ্জ), আনন্দ সিনেমা (ঢাকা), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), গীত সিনেমা (ঢাকা), চাঁদমহল সিনেমা (কাচপুর), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), রুপকথা সিনেমা (পাবনা), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), বর্ষা সিনেমা (জয়দেবপুর), নিউ মেট্রো সিনেমা (নারায়ণগঞ্জ), পূর্বাশা সিনেমা (শান্তাহার), শাপলা সিনেমা (রংপুর), সংগীতা সিনেমা (খুলনা), চিত্রালী সিনেমা (খুলনা), বনলতা সিনেমা (ফরিদপুর), পান্না সিনেমা (মুক্তারপুর), মালঞ্চ সিনেমা (টাঙ্গাইল) ও আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর)।

শিপন ও সুবাহ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা তানভীর তনু। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ