মহানবীকে (সা:) কে কটূক্তি কারির ক্ষতিগ্রস্থ বাড়ি ও মন্দির পরিদর্শনে মাশরাফি

উপজেলা প্রতিনিধি, নড়াইল সদর

১৬ জুলাই, ২০২২, ১ year আগে

মহানবীকে (সা:) কে কটূক্তি কারির ক্ষতিগ্রস্থ বাড়ি ও মন্দির পরিদর্শনে মাশরাফি

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তির ঘটনায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (১৬ জুলাই) বিকেলে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেন। এই ঘটনায় নড়াইল -২ আসনের সংসদ্য মাশরাফি বিন মোর্ত্তজার বলেন, এই দেশ আমাদের, এই মাটি আমাদের, এই মাটি যেন কারো জন্য অনিরাপদ না হয়।

যা আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে এবং প্রতিটি মুহূর্তে পোড়াচ্ছে। সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি, এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট হয়, এমন কাজ করা থেকে দয়া করে বিরত থাকুন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ফাঁদে পড়ে নড়াইলের হাজার বছরের ঐতিহ্য আর সম্প্রীতির বন্ধনকে এক নিমিষে ম্লান করে দেবেন না।

ছেলেবেলা থেকে যে নড়াইলকে দেখে এসেছি, যে নড়াইলকে নিয়ে আমরা গর্ব করি, সেই নড়াইলের সঙ্গে এই নড়াইলকে আমি মেলাতে পারছি না। ইসলাম শান্তির ধর্ম। আজীবন শান্তি ও সম্প্রীতির দূত ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)।

অজ্ঞতা থেকে হোক কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে, কেউ যদি মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তি করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। কেউ যদি সত্যিই এমনটি করে থাকে, অভিযোগ প্রমানিত হলে অবশ্যই তার বিচার হবে। দেশের আইন আছে, প্রশাসন আছে, তারা ব্যবস্থা নেবেন।

কোনো পরিস্থিতিতেই আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না। অভিযোগ যদি সত্যিও হয়, একজনের জন্য গোটা সমাজের নিরপরাধ মানুষদের ওপর অন্যায় করার কোনো অধিকার কারো নেই। কেউ সত্যি অপরাধ করলে তার বিচার আদালত করবে, তবে আমি-আপনি এজন্য কাউকে কোনো শাস্তি দিতে পারি না।

দয়া করে আপনারা শান্তি বজায় রাখুন। উত্তেজিত না হয়ে একটু ভাবুন। ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে একের পর এক এমন ঘটনা ঘটিয়ে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির আমার নড়াইলকে এমন কলঙ্কিত করবেন না। ঘটনা শোনামাত্র আমি স্থানীয় পুলিশ ও প্রশাসনকে বলেছি, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে। তাৎক্ষণিক নড়াইলের পুলিশ সুপার, ডিআইজি মহোদয়, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

পাশাপাশি আমার স্থানীয় নেতাকর্মীদেরও ঘটনাস্থলে দ্রুত পাঠিয়েছি, তারা যেন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়। খুলনা থেকে র‌্যাব পাঠানো হয়েছে। এত কিছুর পরও ভীষণ দুঃখজনক কিছু ঘটনা ঘটে গেছে। থামানোর চেষ্টা করতে গিয়ে স্থানীয় বেশ ক’জন নেতাকর্মী আঘাত পেয়েছেন।

তবে অসহায় মানুষের আর্তনাদের কাছে সেটা কিছুই নয়। একজন সাধারণ মানুষও আক্রান্ত হলে সেই ক্ষতি অপূরণীয়। যারা আক্রান্ত হয়েছেন, তাদের জন্য আমার মন কাঁদছে। ঘটনার সময় শান্তি বজায় রাখার চেষ্টা করে গেছি, ঘটনার পর আক্রান্তদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে সব ধরনের সাহায্য-সহযোগিতা থেকে শুরু করে মানসিকভাবেও পাশে থাকব বলে কথা দিয়েছি।

তাতে অবশ্যই ক্ষতিপূরণ হবে না। তবে আপনাদেরকে বলছি, আমরা আপনাদের পাশে সর্বোতভাবে আছি। আপনারা স্বাভাবিক জীবন-যাপন করুন। এই দেশ, এই মাটি, এই আলো-বাতাস, আপনার-আমার সবার। আবারও বলছি, এই ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা নিজেরা এভাবে বিভক্ত হয়ে পড়ব, আমি এটা কখনোই ভাবতে পারি না।

এই নড়াইলকে তো আমি চিনি না! একদিকে নবীর কটুক্তির কথা শুনে ধর্মপ্রাণ মুসলমানের বুকে কষ্ট, অপরদিকে আমার ঘরপোড়া সনাতন ধর্মাবলম্বী মায়ের আর্তনাদ। এরকম নড়াইল গড়ার জন্য আমি আপনাদের সমর্থন চাইনি। আমরা সবাই মিলেমিশে চলব, বিপদে-আপদে পরস্পরের পাশে দাঁড়াব, যার যার ধর্ম পালন করব, এটাই তো আমাদের ঐতিহ্য।

মসজিদের সম্মানিত ইমামদের আমি অনুরোধ করব, এই দুঃসময়ে আপনারা নিজ নিজ এলাকার মুসল্লীদের শান্তির ধর্ম ইসলামের বাণী বেশি বেশি শোনান। শান্তিপ্রিয় মহামানব হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের কাহিনী শোনান। নবীজির জীবনের আদর্শ, তাঁর মূল্যবান বাণী শোনান। সনাতন ধর্মাবলম্বী সম্মানিত পুরোহিতদেরও অনুরোধ করব, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী তরুণ প্রজন্মসহ সবার মাঝে ছড়িয়ে দিন।

এই দেশ আমাদের, এই মাটি আমাদের। এই মাটি যেন কারো জন্য অনিরাপদ না হয়, ৭১-এর মতো বুক পেতে সবাইকে আগলে রাখতে হবে আমাদের; এক মুহূর্তও সেই আদর্শ আমাদের ভুলে গেলে চলবে না। এই ঘটনার প্রতিক্রিয়ায় আর যেন কোনো ঘটনা না ঘটে, এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারির অনুরোধ করেছি।

শান্তিপূর্ণ এই এলাকায় কেন এমনটা ঘটল, এটা গভীরভাবে খতিয়ে দেখব আমরা। সব ধর্মের নেতৃবৃন্দের সঙ্গে আমি এর মধ্যেই কথা বলেছি। আরও যা যা করণীয়, করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমি সকলের সহযোগিতা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা চেয়ার‌্যমান সিকদার আব্দুল হান্নান রুনুসহ প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারের এক মুদি দোকানীর ছেলে মহানবী (সা:) কে নিয়ে বিতর্কিত পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে অগ্নিসংযোগসহ অপরদুটি বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ৩টি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। ফেস বুকে পোষ্ট দেয়ার পর ওই এলাকায় শুক্রবার বিকেল থেকে চরম উত্তেজনা বিরাজ করছে।

সূত্রে জানা গেছে, দিঘলিয়া বাজারের মুদি দোকানী অশোক সাহার ছেলে আকাশ সাহা মহানবী (সা:) কে নিয়ে ন্যাক্কারজনক, বিতর্কিত পোস্ট দেয়ায় ওই এলাকার হিন্দু-মুসলিম অনেকেই ধিক্কার জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।পাশাপাশি বসতবাড়িতে অগ্নিসংযোগসহ দুটি বাড়ি ভাংচুর ও ৩টি মন্দিরে হামলার ঘটনায় চরম নিন্দা ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দিঘলিয়া বাজারের মুদি দোকানী অশোক সাহার ছেলে আকাশ সাহা (২০) শুক্রবার বিকালে তার ফেসবুক আইডি থেকে মহানবী (সাঃ) কে নিয়ে একটি বিতর্কিত ও ন্যাক্কারজনক পোস্ট দেয়। বিষয়টি জানাজানি হলে এ পোস্ট দেয়াকে কেন্দ্র করে মুহুর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় লোকজন জড়ো হয়ে বিতর্কিত ওই পোস্ট এর প্রতিবাদ জানায়।

ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে শান্ত থাকার আহবান জানায়।মুহুর্তের মধ্যে আশেপাশের ও বহিরাগত লোকজন জড়ো হয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিঘলিয়া বাজারের ক্ষুদ্র পান ব্যবসায়ী গোবিন্দ সাহার বাড়িতে অগ্নিসংযোগ করে বলে অভিযোগে জানা যায়।এতে তার আধাপাকা দু’রুম বিশিষ্ট বসতঘরের টিনের চালা ও ঘরের মধ্যে থাকা দুটি খাটসহ টিভি,অন্যান্য আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ওই ঘরে থাকা নগদ ৩০হাজার টাকাও বেশি পুড়ে গেছে বলে দাবি করেন বাড়ির মালিক গোবিন্দ সাহা।

হামলাকারীরা দিঘলিয়ায় দিলীপ কুমার সাহার বাড়ি ও দীপক সাহার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ আশপাশের কয়েকটি বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা।এছাড়া দিঘলিয়া বাজারের মুদি ব্যবসায়ী অশোক সাহা, গোবিন্দ কুন্ডুর মিষ্টির দোকানসহ কয়েকটি দোকান ভাংচুরের চেষ্টা চালায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান।

স্থানীয় আখড়াবাড়ি সার্বজনীন দূর্গা মন্দিরের কোষাধ্যক্ষ সুমঙ্গল কুমার ভক্ত জানান,শুক্রবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে একদল উচ্ছৃংখল লোক জড়ো হয়ে এসে মন্দিরে হামলা চালায়।প্রাণভয়ে আমরা তখন ঘরে লুকিয়ে ছিলাম। হামলাকারীরা চলে গেলে মন্দিরে এসে দেখি মন্দিরের বিভিন্ন জিনিসপত্র কে বা কারা নিয়ে গেছে।এছাড়া দিঘলিয়া স্বপন ডাক্তারের বাড়ির মন্দিরে হামলা এবং দিঘলিয়া সার্বজনীন দুর্গা মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ করেছে হামলাকারীরা।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় ঘটনাস্থলে গিয়ে শনিবার সাংবাদিকদের জানান,এলাকার পরিস্থিতি এখন অনেকটা শান্ত।এ ঘটনায় আকাশের বাবা অশোক সাহাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আটকের চেষ্টা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে আইন-শৃংখলার অবনতি না ঘটে সে লক্ষ্যে দিঘলিয়া বাজারের দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিবি পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলাবাহিনী কাজ করছে।

ধর্ম অবমাননার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার (১৫ জুলাই) বিকেলে আকাশ সাহার ফেসবুক আইডি থেকে মহানবী (সাঃ) কে নিয়ে একটি বিতর্কিত পোস্ট দেয়ার পর ঘটনার সূত্রপাত হয়। এরপর দিঘলিয়া বাজারে ও সাহা পাড়ায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে রাত ৯টা পর্যন্ত চলতে থাকে।

নাম প্রকাশ না করার শর্তে দিঘলিয়া সাহা পাড়ার শিক্ষকসহ একাধিক ব্যক্তি জানান, আকাশ বখাটে প্রকৃতির একজন ছেলে।সে ইদানিং নেশাগ্রস্ত হয়ে বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা করছিল।বিষয়টি তার বাবা অশোক সাহাকে জানানো হয়েছিল।

দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন জানান, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি শান্ত রাখার জন্য আমরা জনপ্রতিনিধি ও প্রশাসনের লোক মিলে জোরালোভাবে কাজ করে যাচ্ছি।

পত্রিকাএকাত্তর /নড়াইল প্রতিনিধি

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news