patrika71
ঢাকাবুধবার - ১৯ অক্টোবর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

সোশ্যাল মিডিয়া নোংরা মন্তব্যের শিকার ভাবনা

বিনোদন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২২ ৮:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

এ প্রজন্নের মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অনিমেষ আইচের ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে খুব সহজেই চলচ্চিত্রবোদ্ধাদেরও নজর কাড়েন তরুণ এই মডেল অভিনেত্রী। লেখক হিসেবেও পরিচিত তিনি। দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে সাবলীল অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ভাবনা। নিয়মিত তাকে টিভি পর্দায় দেখা না গেলেও নিজেকে ব্যস্ত রেখেছেন আপন কাজে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের শিকার হচ্ছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিম্নচাপের প্রভাবে রাজধানীতে সোমবার রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিস্নাত দিনে বেশকিছু স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করেছেন ভাবনা। ক্যাপশনে ব্রিটিশ লেখক, দার্শনিক জন রুসকিনের কয়েকটি লাইন লিখেছেন। আর তাতেই বিপাকে পড়েছেন এই অভিনেত্রী! কুরুচিপূর্ণ মন্তব্য করছেন অনেকেই। তবে কেউ কেউ প্রশংসাও করছেন। বৃষ্টিতে ভেজার আগ্রহ দেখাচ্ছেন।এবারই নয়, এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন ভাবনা। পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।

ইদানিং অভিনয়ের পাশাপাশি ছবি আঁকায় সময় ব্যয় করছেন ভাবনা। সম্প্রতি বেশকিছু ছবি এঁকেছেন তিনি। তার আঁকাআঁকির ভাবনায় মাতৃত্বের বিষয়টি বেশি প্রাধান্য পাচ্ছে। কিন্তু সে ছবিতেও অনেককে কুরুচিপূর্ণ মন্তব্য ছুড়েছেন।পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ