ঊসষী রায় একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। স্টার জলসায় মিলন তিথি ধারাবাহিকে অহনা এবং জি বাংলায় বকুল কথা ধারাবাহিকে প্রধান ও নাম ভূমিকা বকুল চরিত্রে অভিনয়ের জন্য তিনি পরিচিত।
আজ এই অভিনেত্রীর ৩০তম জন্মদিন। ঊষসী রায় ১৯৯৩ সালের ১৭ই অক্টোবরে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কমলা বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং আশুতোষ কলেজ থেকে ইতিহাস বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।
তিনি জিতু কমলের বিপরীতে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মিলন তিথিতে প্রধান চরিত্রে অভিনয় করে তার কর্মজীবন শুরু করেন। তারপরে তিনি স্টার জলসার গোয়েন্দা ধারাবাহিক জয় কালী কলকাতওয়ালিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি জি বাংলার বকুল কথাতে হানি বাফনার বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।
এছাড়াও তিনি মনোজ ওঝার বিপরীতে জি বাংলার ধারাবাহিক কাদম্বিনীতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সম্প্রতি তিনি হইচই ওটিটি প্ল্যাটফর্মে “টুরু লাভ” নামক একটি মিনি ওয়েব ধারাবাহিকে অভিনয় করেন।
এতে তার চরিত্রের নাম ছিল ‘বৃন্দা চট্টোপাধ্যায়’। তিনি জি বাংলা সিনেমার চলচ্চিত্র “ইস্কাবনের রাণী”তে প্রধান চরিত্র ‘লক্ষ্মী’ হিসেবে অভিনয় করেন। আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।
পত্রিকা একাত্তর /মাসুদ পারভেজ