“তোমার হাত পাখার বাতাসে, ‘প্রাণ জুড়িয়ে আসে’ কিছুটা সময় আরও তুমি থাকো আমার পাশে” এমন গানে দর্শক শ্রোতার মন জুড়িয়েছেন আকবর আলী গাজী। কিডনি জটিলতাসহ নানা রোগে আক্রান্ত ‘ইত্যাদির’ গায়ক আকবর আলীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডান পা কেটে ফেলা হয়েছে কণ্ঠশিল্পী আকবরের। রোববার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে বিষয়টি আকবরের ফেসবুক থেকেও এক স্ট্যাটাসে জানিয়েছেন তার মেয়ে।
সেখানে লিখেছেন যে, আব্বুর অপারেশন শেষ হয়েছে। আব্বুর ডান পা কেটে ফেলে দেয়েছে। খুব কষ্ট হচ্ছে আমার। আব্বুর দিকে আমি তাকাতে পারছি না। আমি কিছুতেই মানতে পারছি না আমার আব্বুর পা নেই। আল্লাহ তুমি আমাদের সাথে এমন কেন করলে? সবাই আব্বুর জন্য দোয়া করবেন।
জানা গেছে, গেলো ১০ অক্টোবর থেকে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি আছেন আকবর। রোববার বিকেলে সেখানেই আকবরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এরপর ডান পা কেটে ফেলা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় সহযোগিতা করছে। আকবরের চিকিৎসার দায়িত্বে আছেন অধ্যাপক ডা. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেখানে থেকে ইত্যাদির অনুষ্ঠানে আমন্ত্রণ পান তিনি। সেখানে কিশোর কুমারের গান ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গেয়ে আলোচনায় আসেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ