বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৩ জুন, ২০২২, ১ year আগে

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম

না ফেরার দেশে পাড়ি জমালেন দেশ ও জাতির সূর্য সন্তান, নীলফামারীর ডোমার উপজেলার রণাঙ্গনের অকুতোভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। মহান মুক্তিযুদ্ধের অগ্রসেনার মৃত্যুতে শোক জানিয়েছে উপজেলা প্রশাসন, ডোমার থানা, মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড ও সুধীজন।

সোমবার (১৩ই জুন) বাদ জোহর উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী এলাকায় রাষ্ট্রীয় মর্যাদা ‘গার্ড অব অনার’ প্রদান শেষে নিজ পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়েছে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে।

তার জানাজার নামাজে অংশগ্রহণ করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার, সাবেক ডেপুটি সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শমশের আলী, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা আহ্বায়ক শহীদ মুক্তিযোদ্ধার সন্তান মো. আল-আমিন রহমান, অন্যতম সদস্য মো. তানবির ইসলাম তন্ময় প্রমূখ সহ এলাকার জনপ্রতিনিধি, সাধারণ মুসল্লিবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ এ্যাজমা রোগে আক্রান্ত হয়ে গতরাতে (১২ই জুন) চিকিৎসাধীন অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার আনুমানিক বয়স ছিল ৮০ বছর। স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলে উদ্যমী এই মুক্তিযোদ্ধা।

পত্রিকা একাত্তর / রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news