আগামী ১০ জুন মুক্তি পাবে শান্ত-শ্রাবন্তী অভিনীত সিনেমা 'বিক্ষোভ'

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৫ মে, ২০২২, ১ year আগে

আগামী ১০ জুন মুক্তি পাবে শান্ত-শ্রাবন্তী অভিনীত সিনেমা 'বিক্ষোভ'

'বিক্ষোভ' হচ্ছে আসন্ন বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি ও শাপলা মিডিয়া ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। চলচ্চিত্রটি নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালের ছাত্র আন্দোলনের ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষ আগামী ১০ জুন মুক্তি পাবে শান্ত খান ও ভারতের শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা ‘বিক্ষোভ’। প্রেক্ষাগৃহের সঙ্গে শাপলা মিডিয়ার ওটিটি প্লাটফর্ম সিনেবাজেও মুক্তি দেওয়া হবে নতুন এই সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক শামীম আহমেদ রনি। ফেসবুকে সিনেমাটির একটি পোস্টার পোস্ট করে শামীম আহমেদ রনি লেখেন, আগামী ১০ই জুন শুভমুক্তি।

শান্ত খান বলেন, সিনেমাটিতে আমি একজন ছাত্রের চরিত্রে অভিনয় করেছি। এতে দেখানো হবে, আমরা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে নামি। এতে আমার সঙ্গে কাজ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সহশিল্পী হিসেবে সে খুবই ভালো। শুটিংয়ের সময় অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ তিনি দিয়েছেন। আশা করছি সিনেমাটি দর্শক পছন্দ করবে।

২০১৯ সালের ১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কলকাতায় চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়, যেখানে শান্ত খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, জয়দীপ মুখার্জী সহ ৪২ জনের অভিনয়শিল্পীর দল এই চিত্রগ্রহণে অংশ নেয়। ২০২১ সালের ১০ জানুয়ারি চলচ্চিত্রটির কাজ সম্পন্ন হয়।

শান্ত-শ্রাবন্তী ছাড়া এই ছবিতে আরও অভিনয় করেছেন-পার্শ্বচরিত্রে অভিনয় করছেন ভারতের রাহুল দেব, রজতাভ দত্ত, জয়দীপ মুখার্জী, এবং বাংলাদেশের সাদেক বাচ্চু, শিবা শানু, সাবেরি আলম প্রমুখ।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news