ডোমারে অভিযান চালিয়ে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৪ মে, ২০২২, ১ year আগে

ডোমারে অভিযান চালিয়ে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা

খাদ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য মিশ্রণ ও সঠিকভাবে খাদ্য সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে নীলফামারীর ডোমারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪শে মে) সকালে ডোমার উপজেলা শহরের বাসস্ট্যান্ড ও পৌর কাঁচাবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং নীলফামারী জেলার সহকারী পরিচালক মো. শামসুল আলম কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান।

সূত্রমতে জানা যায়, ডোমার বাসস্ট্যান্ড বাজারে দুই হোটেল মালিককে খাদ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য মিশ্রণ ও সঠিকভাবে খাদ্য সংরক্ষণ না করার অপরাধে ৮ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ডোমার পৌর কাঁচাবাজারে তিন ব্যবসায়ীকে ২ হাজার ৫০০ টাকা সহ সর্বমোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মো. শামসুল আলম জানান, সাধারণ ভোক্তাদের অধিকার সংরক্ষণার্থে নির্ধারিত মূল্যে দ্রব্য বিক্রয় এবং স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রয়ের জন্য ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। তবুও যদি কেউ অসৎ পথে উপার্জন করার চেষ্টা করে, তাহলে আমাদের অভিযানের মাধ্যমে প্রতিরোধ করা হবে। আর জাতীয় ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news