ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। গত ১০ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পরীমণি ছেলে সন্তানের মা হয়েছেন। তাদের ঘর আলো করে এসেছে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।
রাজ্যের বয়স দুইমাস পূর্ণ হলো। আর দিনটি উদযাপন করতে ভোলেননি এ দম্পতি। কেক কেটে ছেলের দুই মাসপূর্তির উদযাপন করেছেন রাজ-পরী।
জানাগেছে, প্রতি মাসে একবার করে রাজ্যের জন্মদিন পালন করবেন এই তারকা দম্পতি।
পরীমণি বলেন, আমি ও রাজ সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে একবার করে ছেলের জন্মদিন পালন করব। সেই হিসেবে আজ দ্বিতীয় জন্মদিন। আগামী মাসের ১০ তারিখেও আবার জন্মদিন পালন করব। এভাবে যখন একবছর পূর্ণ হবে তখন বড় করে জন্মদিন উদযাপন করার পরিকল্পনা করেছি।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ