দক্ষিণী সিনেমার সুন্দরী নায়িকা নয়নতারা যমজ যন্তানের মা হয়েছেন। বিয়ের মাত্র ৪ মাসের মাথায়। রোববার (৯ অক্টোবর) লক্ষ্মীপূজার দিন সুখবরটি দিয়েছেন নয়নতারার স্বামী নির্মাতা ভিগননেশ।
এদিন সোশ্যাল মিডিয়ায় ভিগনেশ লেখেন, নয়ন এবং আমি মা-বাবা হলাম। যমজ পুত্র সন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আর্শীবাদ হিসাবে এসেছে এই দুই সন্তান। আপনাদের সবার আর্শীবাদ চাই।
পরিচালক ভিগনেশের সঙ্গে নয়নতারার প্রেমের কাহিনি শুরু ‘নানুম রাউড়িধান’ ছবির সেটে। দীর্ঘ সাত বছরের প্রেমের পর চলতি বছরের ৯ই জুন মহাবলীপুরমের শেরাটন পার্ক রিসর্টে পরিণতি পায় এই প্রেমের গল্প।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ