ভোলায় দেশীয় পোল্ট্রি পালন ও বাজার সম্প্রসারন প্রকল্পটি পরিদর্শন

ভোলা জেলা প্রতিনিধি

১৭ মে, ২০২২, ১ year আগে

ভোলায় দেশীয় পোল্ট্রি পালন ও বাজার সম্প্রসারন প্রকল্পটি পরিদর্শন

বিশ্ব ব্যাংকের অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ভোলা সদর উপজেলা ও দৌলতখান উপজেলায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প (এসইপি) এর অধীনে “ভোলা জেলায় পরিবেশগতভাবে দেশীয় পোল্ট্রি পালন ও বাজার সম্প্রসারন” উপ প্রকল্পটি বাস্তবায়ন করে যাচ্ছে।

মঙ্গলবার (১৭মে) সংস্থার মিয়ার হাট শাখা ও উত্তর জয়নগর শাখার কার্যক্রম পরিদর্শন করেন আশরাফ মোহাম্মদ ফিরোজ, প্রোগ্রাম অফিসার,লেদার ইঞ্জিনিয়ারিং, সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প (এসইপি),পিকেএসএফ।

পরিদর্শনকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর, পরিচালক (কর্মসূচী), ডাঃ মোঃ খলিলুর রহমান,উপ-পরিচালক (কারিগরী), এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, এসইপি প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্ধ সহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগন।

তিনি এ সময়ে মাতৃ মুরগির প্রদর্শনী খামার, দেশী মুরগীর প্রদর্শনী খামার,ইকোলজিক্যাল ফার্ম,অর্গানিক ওয়েষ্ট কম্পোষ্ট চেম্বার সহ প্রকল্পের অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি প্রকল্পের কার্যক্রমকে আরো টেকসইভাবে এগিয়ে নেয়ার জন্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং এ প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলের জনগন পরিবেশগতভাবে তাদের কার্যক্রম সমূহ পরিচালনা করে এ অঞ্চলের পরিবেশের অভূতপূর্ব উন্নয়ন সাধন বরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

পত্রিকা একাত্তর /মহিউদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news