জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের সম্প্রতি মুক্তি পাওয়া ‘যাও পাখি বলো তারে’ ছবিতে মাহিয়া মাহির রসায়ন দর্শক ও সমালোচকদের বেশ প্রশংসা কুড়াচ্ছে। অধিকাংশ দর্শকই বলছে ছবিটিতে তারা দুজন অনেক ভালো করেছেন।
সিনেমার মুক্তি উপলক্ষে সম্প্রতি আয়োজন সংবাদ সম্মেলনে এসে এ চিত্রনায়িকা বলেন, ইউটিউবারদের জন্য আমি মাহিয়া মাহি হইনি। যখন নতুন ছিলাম, যখন কেউ চিনতো না তখন কোনো ইউটিউবার আমাকে নিয়ে ভিডিও করে নাই। আজকে আপনাদের জন্য আমি মাহি হয়ে এখানে। আপনারা আসবেন বলে আজকে আমি এখানে এসেছি। আপনারা আছেন বলে আজকে আমি মাহিয়া মাহি হয়েছি। ইউটিববারদের জন্য আমি মাহিয়া মাহি হইনি। আমি সব সময় যেটা সত্য সেটা বলতে পছন্দ করি।
“যাও পাখি বলো তারে” ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :