শুধু অপেক্ষা করুন, অহঙ্কার পতনের মূল-মীম


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১০/১০/২০২২, ১২:১৪ পূর্বাহ্ণ / ৮৫
শুধু অপেক্ষা করুন, অহঙ্কার পতনের মূল-মীম

বিদ্যা সিনহা সাহা মীম হচ্ছেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়।

ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিজের ভালো লাগা, মন্দ লাগা, কাজের সব তথ্যও শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে । তবে এইবার একটি ফেসবুক স্ট্যাটাসে ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ কৌতূহল জন্ম নিয়েছে।

সম্প্রতি মিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে একটি স্ট্যাটাস লিখেছেন। সেই স্ট্যাটাসটি ঘিরেই তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। সেখানে তিনি লিখেছেন, অহঙ্কার পতনের মূল। শুধু অপেক্ষা করুন এবং দেখুন।

মীমের এমন স্ট্যাটাসে বেশ নড়েচড়ে বসেছেন ভক্ত-অনুরাগীরা। কাকে অহঙ্কারী বললেন মীম?রছেন ভক্তরা।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ