প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পেল ডোমারের ৮০টি ভূমিহীন পরিবার

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৭ এপ্রিল, ২০২২, ১ year আগে

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পেল ডোমারের ৮০টি ভূমিহীন পরিবার

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে নীলফামারীর ডোমার উপজেলার ৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমি সহ ঘর।

মঙ্গলবার (২৬শে এপ্রিল) সকালে আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ঈদ উপহার হিসেবে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপজেলা পরিষদ হলরুমে প্রচার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, ৭নং বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমন প্রমূখ।

এছাড়াও জমিসহ ঘর বরাদ্দ পাওয়া সুবিধাভোগী পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে, ঘরের চাবি ও দলিল ভূমিহীন ৮০ পরিবারের কাছে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news