ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি এবার সরকারি অনুদানের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুকে সোমবার দিবাপূর্ব রাতে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমণি। সেখানে উঠে আসে তার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মূহুর্তটি। এরপর ছবি সংশ্লিষ্টদের সঙ্গে লেন্সবন্দিও হয়েছেন তিনি। ক্যাপশনে পরী লিখেছেন, এটা ডোডোর গল্প।
এদিকে ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়ে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন পরীমনি । আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে।
ডোডোর গল্প’ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয়ের কথা রয়েছে চিত্রনায়ক সাইমন সাদিকের। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছেন নাজমুল হক ভূঁইয়া। ‘ডোডোর গল্প’ সিনেমায় পরীমনির চরিত্রের নাম কাজল চৌধুরী।
পরীমনি বলেন, অবশেষে অপেক্ষার পালা শেষ। এই গল্পের জন্য চার মাসের অপেক্ষা এবং চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করা। প্রতিটি দিন চরিত্র ও স্ক্রিপ্ট নিয়ে ভেবেছি। যার কারণে “ডোডোর গল্প” আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ, অনেকগুলো গল্পের মধ্যে এটি অনেক ভেবেচিন্তে নির্বাচিত করেছি। আশা করি, আমার দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।
ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন রেজা ঘটক। ঢাকার বনানী ক্লাবে ‘ডোডোর গল্প’ সিনেমাটির চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা আমিরুল হক চৌধুরী, খায়রুল আলম সবুজ, মনিরা মিঠু সহ আরও অনেকে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ