patrika71
ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ছয় বছর পর নতুন গান নিয়ে আসছেন আরফিন রুমি – পড়শী 

বিনোদন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংগীতশিল্পী আরফিন রুমী নতুন গান নিয়ে আসছেন। ‘ওরে মন’ শিরোনামের এই গানে তাঁর সহশিল্পী সাবরিনা পড়শী।  ছয় বছর পর দুজন একসঙ্গে নতুন কোনো গান নিয়ে শ্রোতাদের কাছে হাজির হতে যাচ্ছেন। সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) পড়শীর ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে গানটি প্রকাশিত হবে। ১৩ বছর আগে ‘তোমারই পরশ’ শিরোনামে একটি গানে প্রথম এক সঙ্গে পাওয়া যায় আরফিন রুমী ও পড়শীকে। এর মধ্যে পার হয়ে গেছে ছয় বছর। এবারের ‘ওরে মন’গানটিসহ এখন পর্যন্ত প্রকাশিত রুমী ও পড়শীর বাকি তিনটি দ্বৈত গানের কথা লিখেছেন অনুরূপ আইচ।

পড়শী বলেন, লম্বা সময় পর আবারও রুমি ভাইয়ের সঙ্গে গাইতে পেরে অনেক ভালো লাগছে। রুমি তো নিজেও দীর্ঘদিন আড়ালে ছিলেন। তাঁর সঙ্গে গানের পরিকল্পনা কীভাবে হলো?

শ্রোতাদের একটা চমক দিতে চেয়েছিলাম। অনেক দিন ধরে রুমি ভাইয়ের সঙ্গে আমার নতুন গানের অপেক্ষা করছিলেন সবাই। সেখান থেকেই তাঁর সঙ্গে নতুন গান করার চিন্তাটা আসে। বছরখানেক ধরে কথাবার্তা হচ্ছিল। অবশেষে অর্ধযুগ পর আমরা নতুন গান নিয়ে আসতে পারছি। সবার যদি ভালো লাগে তাহলে পরিশ্রমটা সার্থক হবে।

রুমী জানান, ‘ওরে মন’ গানের সুরটা তিনি দুই বছর আগে করেছিলেন। এরপর বেশ কয়েকবার তাতে পরিবর্তন এনেছেন। গানটা শ্রোতাদের মনকে নাড়া দেবে বলে বিশ্বাস করছি।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ