টালিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী ২০১২ সালে ‘আওয়ারা’ সিনেমায় নায়ক জিৎয়ের বিপরীতে অভিনয় করে দর্শকহৃদয়ে জয়গা করে নেন। এরপর একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। বর্তমানে বাংলাদেশের দুই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সায়ন্তিকা। সেখানে সিনেমার পাশাপাশি তার বিয়ের বিষয় নিয়ে কথা ওঠে।
সায়ন্তিকা বলেন, ভালো পাত্র পেলেই বিয়ে করবেন তিনি। তবে বিয়ের আগে তো পাত্র প্রয়োজন। তিনি তার মায়ের নম্বর সবাইকে দিয়ে দেবেন, যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। অভিনেত্রী জানান, দুই বাংলার মধ্যে সবচেয়ে বড় যোগসূত্র হলো ভাষা। হয়ত বলার ধরনটা আলাদা, কিন্তু ভাষা যেহেতু একই তাই দুই বাংলার দর্শকদের কাছে যদি সিনেমাকে পৌঁছে দেওয়া হয়, তাহলে ব্যবসার ক্ষেত্রেও লাভজনক হবে এবং শিল্পীর কাজও অনেকটা পরিধি পাবে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ