দেশের জনপ্রিয় ফোক গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ভারতের মুর্শিদাবাদে। চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
একই মামলায় মমতাজের বিরুদ্ধে আগেও তিনবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদনও করেছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। ৮ সেপ্টেম্বর তাকে স্বশরীরে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।
জানাগেছে,গত ৯ আগস্ট মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় আদালতে হাজির হওয়ার কথা ছিল মমতাজের। এর একদিন আগে জানানো হয়, ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজের মামলার চার্জ গঠন করা হবে ৯ আগস্ট। এদিন মমতাজ হাজিরা না দিলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।
উল্লেখ্য, একটা সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে প্রায় নিয়মিতই গান গাইতেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ। ২০০৮ সালের ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গের বহরমপুরে একটি অনুষ্ঠানে গান গাইতে সম্মতি জানান মমতাজ। সেসময় প্রায় ১৪ লাখ রুপি পারিশ্রমিকের বিনিময়ে চুক্তিতে সইও করেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে অনুষ্ঠানটিতে অংশ নেননি তিনি। তিনি অনুষ্ঠানে যোগ না দেয়ায় ক্ষিপ্ত দর্শক অনুষ্ঠানের ভেন্যুতে ভাঙচুর করে।
পরবর্তী সময়ে বহরমপুর আদালতে মমতাজের বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক ধারায় মামলা দায়ের করেন অনুষ্ঠান আয়োজক শক্তিশঙ্কর বাগচী। সেই মামলায় ২০০৯ সালে মমতাজের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। সমন জারির পরও আদালতে হাজিরা না দেয়ায় মমতাজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ